আপনার স্মার্ট কার্ড তৈরী হয়েছে কিনা চেক করুন অনলাইনে

NID SMART CARD
NID SMART CARD

আসসালামু আলাইকুম।  আজকে আমি দেখাবো কিভাবে চেক করবেন আপনার এনআইডি স্মার্ট কার্ড (NID SMART CARD)  তৈরী হয়েছে কিনা । 

চলুন শুরু করা যাক ।  

আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা তা জানার জন্যে সর্বপ্রথম বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যাবেন ।   নিচে ওয়েবসাইট এর লিংক দিয়ে দেয়া হলো ।   

লিংকঃ-  nidw.gov.bd

তারপর ওয়েবসাইট ওপেন হলে বাম পাশের "Smart Card Status" লেখায় ক্লিক করুন । 


পরবর্তী পেজটি ওপেন হলে কতগুলো খালি ঘর দেখতে পাবেন ।  

◑ ১ম ঘরে আপনার ভোটার ফর্ম নম্বর বা পুরাতন ভোটার কার্ডের নম্বর টি দিবেন। ( ভোটার ফর্ম বা স্লিপ হারিয়ে ফেললে আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন । )

◑ ২য় ঘরে আপনার জন্ম তারিখ, ৩য় ঘরে জন্ম মাস ও ৪র্থ ঘরে জন্ম সাল দিবেন ।  ( জন্মতারিখ, মাস ও সাল মনে না থাকলে আপনার জন্ম সনদ বা শিক্ষাগত সার্টিফিকেট এ যে জন্মসাল উল্ল্যেখ করা আছে তা দিয়ে চেক করবেন ।) 

◑ ৫ম ঘরে ক্যাপচা পূরণ করুন,  অর্থাৎ বক্সের উপরের ছবিতে যা লেখা তা বক্সে লিখে দিন । 

◑ সবশেষে "সাবমিট" বাটনে ক্লিক করুন । 



সাবমিট করার পর যদি নিম্নোক্তভাবে তথ্য দেখায়, তাহলে বুঝবেন আপনার এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে । 
 
তখন আপনি আপনার জেলার নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করলে আপনি আপনার স্মার্ট কার্ড টি পেয়ে যাবেন ।   

আর যদি এরকম না আসে,  তাহলে আপনাকে আরও সময় অপেক্ষা করতে হবে।  কিছুদিন পর আবার চেক করে দেখবেন হয়েছে কিনা । 

সমস্যা থাকলে বা না বুঝলে আমাকে টেলিগ্রামে নক করুন  ।  ধন্যবাদ । 

যেকোনো প্রয়োজনে মেসেজ করুন 👉 ᴍɪꜱɪʀ ᴀʟɪ ✪ 👈
Misir Ali | A character by Legendary Writer Humayun Ahmed Sir.

What Your Reaction?

Post a Comment

© MISIR TUNE. All rights reserved. Distributed by MISIRTUNE